দেশে বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, নতুন ৩১ রোগীর মধ্যে ঢাকায় ২৫ ও ঢাকার বাইরে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশে মোট ২১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০১ জন এবং ঢাকার বাইরে ১১৩ জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২০৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১০৩ জন। একইসময়ে সারাদেশে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। এর মধ্যে ঢাকায় ছাড় প্রাপ্ত রোগী তিনজন, ঢাকার বাইরে চারজন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.