রাউজান প্রতিনিধি : রাউজানে প্রশাসনের অভিযান খাস জমি উদ্ধার- ভুমিহীন পুনঃবাসনে নির্মাণ শুরু রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির দখলে থাকা ৪৪ শতক সরকারী খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
গতকাল ৫ জানুয়ারি বৃহস্পতিবার জমি উদ্ধোরের এই অভিযান চালান নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার ও রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম। নির্বাহী কর্মকর্তা সামাদ শিকদার বলেছেন উদ্ধার করা জমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ভুমিহীন পুনঃবাসনে অগ্রধিকার ভিত্তিতে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ শুরু হয়েছে।
এই জায়গায় ২০ ভুমিহীন পরিবার পুনঃবাসন করা হবে। উদ্ধার অভিযানে প্রশাসনকে সহায়তা করেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুমন দে, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ সহ স্থানীয় লোকজন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.