আল মামুন মানিকগঞ্জ :মানিকগঞ্জের ঘিওরে অগ্নিকান্ডে চারটি দোকান ভস্মিভূত হয়েছে। চারটি দোকানের সমস্ত মালামাল পুড়ে গিয়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।
উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী বাজারের সেন মার্কেটে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে তুহিন কসমেটিকস এন্ড ভ্যারাইটিজ স্টোর, সার ডিলার মোবারক হোসেনের সার ও কীটনাশক ডিলারের বিপণন কেন্দ্র, যদু সেনের মোবাইল ও জুতার দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। ঘিওর ফায়ার সার্ভিস ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো: সেলিম হাওলাদার বলেন, সেন মার্কেটের একটি কসমেটিকস দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতির ধারনা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.