আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। তিনি গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়া হাজার ১৯৪৭ সালের ২৮ সেপ্টম্বর জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি। শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এছাড়াও দিনটির উপলক্ষে প্রধানমন্ত্রী দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সারা দেশের সব মসজিদে দোয়া মাহফিল ও মন্দির, প্যাগোডা, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ আয়োজন করা হয়েছে
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.