রাউজান প্রতিনিধি : সাংবাদিকতা জগতের পথিকৃৎ দৈনিক আজাদীর সম্পাদক, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৯তম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে রাউজান প্রেসক্লাব।
বুধবার (২১ ডিসেম্বর) রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের দারোগাবাড়িস্থ কবরস্থানে মরহুমের কবর জেয়ারত শেষে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহসভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।
উল্লেখ্য, অধ্যাপক মোহাম্মদ খালেদ ১৯২২ সালের ৬ জুলাই অবিভক্ত ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনাতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের দারোগা বাড়িতে। পিতা আবদুল হাদি, মাতা তামান্না বেগম। গত ২০০৩ সালের ২১ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.