আল মামুন মানিকগঞ্জ:সর্বশেষ কবে কার সঙ্গে দেখা হয়েছে, অনেকেই তা মনে করতে পারলেন না। দুরন্তপনার সেই স্কুল জীবন ডিঙিয়ে যখনই জীবিকার ভার পড়েছে, তখনই সবাই ছুটেছেন যে যার মতো। সময় পাল্টানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে মানুষগুলো। কিন্তু স্মৃতিচারণায় স্কুল জীবনের যে কথাগুলো উঠে এল, সেগুলো বড্ড চেনা।
তেমনি সে মধুময় স্মৃতি রোমন্থন করলেন মানিকগঞ্জের ঘিওরের ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা।
ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের পারিবারিক মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার ( ১৭ ডিসেম্বর ) এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালক ও ৯৩ ব্যাচের বন্ধু সাংবাদিক আল মামুন বলেন, স্ত্রী ও মেয়েকে নিয়ে বন্ধুদের মিলন মেলায় । আজ আমি ফিরে গেছি আমার সেই স্কুল জীবনে। পরিবার ও বন্ধুদের সাথে খুব উপভোগ করেছি সারাটি দিন।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক এর পরিচালক মোঃ জাকির হোসেন, ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান শিকদার, আবুল হাশেম, সেলিনা মমতাজ প্রমুখ।
সারাদিন পুরোনো বন্ধুদের সাথে আড্ডা, গান গাওয়া ছবি তোলা , পুরোনো দিনের স্মৃতি চারন ইত্যাদি বিভিন্ন আয়োজনে মেতে ছিলেন ১৯৯৩ এস,এস,সি ব্যাচের সহপাঠীরা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.