রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে ছয় পরিবারের তিনটি ঘর মালামাল সহ পুড়ে গেছে। ১৫ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে নোয়াপাড়া শেখপাড়া গ্রামের ডা: নুরুল আবছার বাড়ীতে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানিয়েছেন, জসিমের ঘরের গ্যাসের চুলায় শুকাতে দেয়া কাঁথা থেকে আগুনের সুত্রপাত হয়ে একে একে জসিম, নাজিম, মন্জু, মামুন, হাসান মুরাদ, মাঈনুদ্দিনের পরিবারের মালামাল, নগদ ৫০হাজার টাকা সহ ভষ্মিভূত হয়। আগুনে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত হাসান মুরাদ ও মাঈনুদ্দিন দাবী করেন। স্থানীয়রা ও কালুরঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গতকাল ১৬ ডিসেম্বর শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ফজলে করিম চৌধুরী এমপি ফাউন্ডেশনের পক্ষে নগদ দেড় লক্ষ টাকা, ৩বস্তা চাউল, খাবার, কম্বল দিয়ে সাহায্য করুন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা জাফর আহমদ, নয়টি ওয়ার্ডের মেম্বারগন, জসিম উদ্দিন, সাদেকুর রহমান, মীর সায়েম বাদশা সহ অসংখ্য আওয়ামীলীগ, যুবলীগ নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.