প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৭:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২২, ১২:২০ পূর্বাহ্ণ
আউলিয়ায়ে কেরামগণের পবিত্র নামে পাকে দায়রা শরীফে আশেকানগণ আল্লাহর জিকির ও ত্বরিকতচর্চার করে- রেজাউল আলী জসিম চৌধুরী

রাউজান প্রতিনিধি : আউলিয়ায়ে কেরামগণের দায়রা শরীফ ইসলামের সুফী পরিমণ্ডলে একটি জনপূর্ণ অপরিহার্য অংশ। আউলিয়ায়ে কেরামগণের পবিত্র নামে পাকে দায়রা শরীফ প্রতিষ্ঠার মাধ্যমে আশেকানগণ আল্লাহর জিকির,হুজুর (সাঃ) এর প্রতি দরুদ এবং আউলিয়ায়ে কেরামগণের জীবনাচার স্মরণ ও ত্বরিকতচর্চার মাধ্যমে নিজেদের আপন আপন উন্নত চরিত্র গঠনের চেষ্ঠায় নিজেদের নিবেদিত রেখেছেন যুগে যুগে।গতকাল মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা কলমপতি ৯নং ওয়ার্ড শাখার দায়রা শরীফের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী এ কথা বলেন।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য সাংবাদিক শফিউল আলম।
অতিথি ছিলেন মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী,এস এম মহিবুল্লাহ্, আশরাফুজ্জামান আরশাফ, আনিস উল খান বাবর, মামুন মিয়া, সাদিকুজ্জামান শফি, নাজিমুউদ্দিন কালু, মাওলানা মহিম উদ্দিন, নুর মোহাম্মদ, কাজী আসলাম, সংগঠনের সভাপতি কোরবান আলী, সেলিম উদ্দিন, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.