রিপোর্টার : ভয়ংকর বালু,মাটি,ও অবৈধ হাইট্রলি মালিকদের রাজত্বে অসহায় হয়ে পড়েছেন এলাকাবাসী। অবৈধভাবে রাতের আধারে নদী খনন করে মাটি রাখা হচ্ছে রাস্তার পাশে। সড়কের ওপর রাখা হচ্ছে বালির স্তূপ। দীর্ঘদিন এভাবে বালু রাখায় হচ্ছে বায়ুদূষণ। যার ফলে বাতাসের সঙ্গে প্রশান্তির বদলে ধুলোবালিতে নাকাল পথচারীরা। বেড়েছে সাধারণ মানুষের ভোগান্তি, অন্যদিকে রোগবালাই।
নিয়ম অনুযায়ী ড্রাম ট্রাক,ট্রাকটার বন্ধ থাকার কথা থাকলেও দিন রাত ২৪ ঘন্টা চলছে এই পরিবহন গুলো। বেপরোয়া ভাবে রাস্তায় চলাচল করছে যানবাহন গুলো দিনের পর দিন। গাড়ি চলাচলের ফলে ধুলো ছড়িয়ে পড়ছে বাতাসে। ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরী পঞ্চরাস্তা মোড় থেকে সিংজরী ইউনিয়নের সিংজুরী বাজার পর্যন্ত ২৪ ঘন্টা চলছে এই পরিবহন গুলো। নিয়মিত ভাবে এই পরিবহন চলাচল করায় সেখানেও সৃষ্টি হয়েছে ধুলোবালি। যেখানে বলা আছে নদী খনন করা যাবে না সেখানে অভাধে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদীর তলদেশ খনন করা হচ্ছে এবং সেই মাটি বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। সরেজমিন গিয়ে দেখা যায়, পয়লা ইউনিয়নে চরবাইলজুরী গ্রামের রাস্তাটি ধুলোর কারনে চলাচলের অযোগ্য হয়ে পরেছে। এই ধুলোবালি বাতাসের সঙ্গে মিশে নষ্ট করছে বাড়ির আসবাবপত্র গুলো।
প্রতিদিন রাত আটটার দিকে শুরু করে ভোর রাত পযর্ন্ত চলে এই অবৈধ হাইট্রলি গুলো। এলাকাবাসী বাধা দিলেও তারা কোনো কথা শুনেনা।
সমাজের সাধারন মানুষ এর প্রতিকার চায়। তাদের দাবি প্রশাসন যেন এমন অবৈধ কাজকর্ম বন্ধ করে দিয়ে সধারন মানুষ এর শান্তি ফিরিয়ে এনে দেন। রাতে শান্তিতে ঘুমাতে চান তারা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.