অনলাইন ডেস্ক : বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘সর্বপ্রথম, আমার সুস্থতা ও স্বদেশে ফিরে আসার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে শোকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। আমি এখন ঠিক আছি কিন্ত আমার পায়ে কিছু সমস্যা আছে এবং ফিজিওথেরাপি নিচ্ছি।’
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিৎকৎসা শেষে রোববার দেশে ফিরছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে রংপুর সিটি করপোরেশনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করবেন তিনি।
সাথে ফিরছেন জাতীয় পার্টি ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ, এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা সাদ।
এর আগে রওশন এরশাদ গত ৫ জুলাই চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান। প্রায় পাঁচ মাস পর সুস্থ হয়ে দেশে ফিরছেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.