
জুবাইর, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, শিল্প প্রতিষ্ঠানগুলোর কাজের পরিবেশ রক্ষায় মালিকদের যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের স্বার্থ-রক্ষায় আন্তরিক হতে হবে। শিল্প প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, প্রতিষ্ঠানের পন্যবাহী ট্রলি গাড়িসহ বড় বড় গাড়িগুলো আইন মেনে নির্দিষ্ট সময়ে রাস্তায় চলাচল করবে এবং যত্রতত্র পার্কিং করা থেকে বিরত থাকতে হবে। এসব গাড়িগুলোর কারণে নগরীতে কোন ধরনের যানজট সৃষ্টি যেন না হয়। একই ভাবে সব হোটেলের পরিবেশ পরিস্কার, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবান্ধব হতে হবে। মনে রাখতে হবে চট্টগ্রাম একটি পর্যটন নগরী। এখানে দেশ-বিদেশের অনেক পর্যটক আসে। পর্যটক সহ সকলে যাতে হোটেলের পরিবেশে সন্তুষ্ট হয় এবং সেবা পায়। তিনি আজ সকালে চসিক কার্যালয়ে শিল্প প্রতিষ্ঠানের মালিক ও হোটেল মালিকদের প্রতিনিধি দলের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা বলেন। তিনি আরো বলেন, শিল্প প্রতিষ্ঠানের সামনে বা আশে-পাশে জুট ও আবর্জনা ফেলা যাবে না। প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। তিনি করোনাকালে তৈরী পোশাক রফতানী শিল্প খাতে সরকারের যথেষ্ট প্রণোদনা প্রদানের কথা উল্লেখ করে বলেন, এর ফলে তৈরী পোশাক শিল্প খাত ঘুরে দাঁড়াবার সুযোগ পেয়েছে। মালিকদের খেয়াল রাখতে হবে শ্রমিক-কর্মচারীরা বেতন-ভাতার জন্যে রাস্তায় নামতে বাধ্য না হন। শ্রমিক-কর্মচারীদের সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজে গতিশীলতা ফিরিয়ে আনে। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মর্কর্তা মুফিদুল আলম,রাজস্ব কর্মকর্তা সাহেদা ফাতেমা, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, এ.কে.খান গ্রুপের জিএম মো. ইমরান মিয়া চৌধুরী, আজিম গ্রুপের মো. শাহজাহান, মোটেল সৈকতের মো. সরওয়ার উদ্দিনসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।