ইতিহাস৭১ডেস্ক: দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটি হয়ে গেছে অলিখিত নকআউট। যে দল জিতবে ভারতের সঙ্গে সেমিফাইনালে। আজ রবিবার অ্যাডিলেডে এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। ১৩তম ওভারের চতুর্থ বলে একটি রান নিয়ে পঞ্চাশে পৌঁছান তিনি। বাংলাদেশের এই ব্যাটসম্যান ফিফটি করলেন ছয় চারে।
৪৬ বলে হাফ সেঞ্চুরি করে নাজমুল হোসেন শান্ত ১৪তম ওভারের প্রথম বলে লং অফ দিয়ে চার মেরে উল্লাসে ভাসান গ্যালারির দর্শকদের। কিন্তু পরের বলেই কভার ড্রাইভ খেলতে গিয়ে ইফতিখার আহমেদের বোলে বোল্ড হন তিনি। ৪৮ বলে ৭ চারে ৫৪ রানে থামে এই বাঁহাতি ব্যাটারের ইনিংস।
এর আগে, সুপার টুয়েলভের গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলেছিলেন শান্ত। সেই ইনিংসে ছিল ৭টি চা ও ১টি ছক্কা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.