ইতিহাস৭১ডেস্ক: মার্কিন গায়ক ও অভিনেতা অ্যারন কার্টারের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। অ্যারনের মুখপাত্র মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং কী কারণে ঘটেছে এখন তার অনুসন্ধান চলছে বলে জানানো হয়েছে।
অ্যারন ‘ব্যাকস্ট্রিট বয়েস’ খ্যাত তারকা নিকের ছোট ভাই। ব্যাকস্ট্রিট ভয়েসের সঙ্গে যুক্ত ছিলেন অ্যারনও। পাশাপাশি সঙ্গীতভুবনে তার নিজের আলাদা করে পরিচিতিও ছিল। সাত বছরেই সঙ্গীতজগতে আত্মপ্রকাশ করেন অ্যারন। নয় বছর তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয়।
টিএমজেডের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শনিবার সকালে ক্যালিফোর্নিয়ায় ল্যানকাস্টারে নিজ বাড়ির বাথটাবে পাওয়া গিয়েছিল অ্যারনের মরদেহ।
অ্যারন ও তার বাগদত্তা মেলানি মার্টিনের একটি সন্তান আছে। গত বছর তাদের সন্তান জন্মগ্রহণ করে। মেলানি মার্টিন বলেছেন, ‘আমি অ্যারনকে সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছি। বাবাকে ছাড়াই এখন সন্তানকে বড় করতে হবে। দুর্ভাগ্যজনক বাস্তবতা এখনো মেনে নিতে পারছি না’।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.