ইতিহাস৭১ডেস্ক: অর্থের বিনিময়ে টুইটারের ভেরিফিকেশন সেবা শনিবার চালু হয়েছে। আইফোনে নির্দিষ্ট কিছু দেশে এ সেবা পাওয়া যাবে। টুইটারের নতুন মালিক ইলন মাস্কের পূর্ব ঘোষণা অনুযায়ী, ভেরিফিকেশনের জন্য খরচ করতে হবে ৭.৯৯ ডলার।
যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে প্রাথমিকভাবে এ সেবা চালু করা হয়েছে। টুইটারের অ্যাপ সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতি মাসে টুইটার ব্লু সেবা পেতে খরচ করতে হবে ৭.৯৯ ডলার।
টুইটার আরও জানিয়েছে, ‘ব্লু চেকমার্ক: মানুষের ক্ষমতায়ন। যেসব সেলিব্রেটি, কোম্পানি ও রাজনীতিবিদদের আপনারা টুইটারে ফলো করেন তাদের অ্যাকাউন্টের মতো আপনার অ্যাকাউন্টেও এখন থাকবে ব্লু চেকমার্ক’।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.