আল মামুন ঘিওর, মানিকগঞ্জ: অবসরজনিত বিদায়ী পুলিশ সদস্যের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনায় ব্যতিক্রমী আয়োজন করলো ঘিওর থানা পুলিশ। থানা প্রাঙ্গণে শুক্রবার সকালে তার বিদায় অনুষ্ঠান আয়োজন করে। দেয়া হয় ফুল ও সম্মাননা স্মারক।
সুসজ্জিত গাড়িতে ফুলের পাপড়ি ছিটিয়ে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয় কনস্টেবল মোঃ জাহিদ হোসেনকে। তার এই বিদায়কে স্মরণীয় করে রাখতে দেয়া হয় বিদায়ী সংবর্ধনা ও উপহার সামগ্রী। মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী গ্রামের মোঃ জাহিদ হাসান ৩৪ বছর ১ মাস বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে বিভিন্ন জেলায় কাজ করেছেন। ঘিওর থানা থেকে তাঁর চাকরির মেয়াদ শেষে বিদায় বেলায় কর্মস্থল থেকে রাজসিক বিদায়ী আয়োজনে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
মোঃ জাহির হোসেন বলেন, ‘আমি খুবই আনন্দিত। এটা আমার চাকরি জীবনের শ্রেষ্ঠ পাওয়া। এমন সংবর্ধনা আমার জীবনভর মনে থাকবে।’ তার বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুর রহমান ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খালিদ মুনসুরসহ আরও অনেকে। ওসি মোঃ আমিনুর রহমান বলেন, জীবনের বড় একটি অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কষ্টকর এবং একইসঙ্গে দায়িত্বশীল পেশায় চাকরি করে বিদায় নিয়েছেন। আমরা তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। একজন সহকর্মীর বিদায় বেলায় এতটুকু করা আমাদের দায়িত্ব।
এমন আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন আমার থানার সকল সদস্য ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.