প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২২, ২:২৩ পূর্বাহ্ণ
যশোরের বেনাপোলে স্বপন বড়ুয়া চৌধুরী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রথম বারের মত বাংলাদেশী বৌদ্ধদের তীর্থযাত্রীদের উপস্থিতিতে যশোরের বেনাপোল স্বপন বড়ুয়া চৌধুরী বৌদ্ধ বিহারে 'কঠিন চীবর’ দান উৎসব অনুষ্ঠিত হয়।
সোমবার (৩১ অক্টোবর) সকালে শান্তি শোভাযাত্রা এর মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে এই ধর্মীয় অনুষ্ঠান শুরু হয় । শুরুতেই নবপ্রতিষ্ঠিত বিহারে দ্বিতল ভবনের দ্বার উম্মোচন করেন মহামান্য উপসংঘরাজসহ উপস্থিত ভিক্ষুসংঘগন।
বিহারের অধ্যক্ষ বিচিত্র ধর্মকথিক ভদন্ত ধর্মপ্রিয় মহাথের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দি বুড্ডিষ্ট কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত ভদন্ত শাসন রক্ষিত মহাথেরো উদ্বোধন করেন । মোগলটুলি শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকাবংশ মহাথেরো প্রধান ধর্মদেশক এর ধর্মদেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত দান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাভারণ সার্কেল জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফারজানা ইসলাম, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়াসহ প্রমুখ।
এছাড়াও বেনাপোল স্বপন বড়ুয়া চৌধুরী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শীল রক্ষিত ভিক্ষু মহোদয় স্বাগত ভাষন ও প্রতিষ্ঠাতা দানশীল ব্যক্তিত্ব বাবু স্বপন বড়ুয়া চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বহুসংখ্যক তীর্থযাত্রীসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ স্হানীয় প্রসাশনের কর্মকতা,সাংবাদিক,মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
চীবর দানে বৌদ্ধ ধর্মালম্বীরা দেশ-জাতি তথা সবার হিতসুখ মঙ্গল কামনায় বৌদ্ধ ভিক্ষুদের নিকট থেকে পঞ্চশীল গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.