আল মামুন মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী-ইছামতী ও কালীগঙ্গা নদীর ভাঙ্গন রোধ কল্পে নদী শাসন ও স্থায়ী সমাধানের দাবিতে রবিবার ( ৩১ অক্টোবর ) সকালে ঘিওর ইউনিয়ন ও পয়লা ইউনিয়নের সর্বস্তরের লোকজন ঘন্টা ব্যাপি উপজেলা চত্বরের সামনে মানব-বন্ধন করেছে। বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুল জলিলের সভাপতিত্বে এ মানব বন্ধনে বক্তব্য রাখেন ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হারুন-অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা দুলাল মিয়া, মোঃ পান্নু মিয়া, মোঃ ফারুক হোসেন, মোঃ শামছুউজ্জামান রতন, মোঃ আল-আমিন আল হাসান, ইউপি সদস্য আব্দুল লতিফ, আবু সাঈদ ও গোলাম ফারুক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙ্গনের কারনে অসংখ্য ঘড়-বাড়ি, প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ঘিওর কলেজের উত্তর পার্শ্বে নদীর তীব্র শ্রোতে ব্যাপক ভাঙ্গনের কারনে নদীটির উত্তর অঞ্চলের কয়েকটি ইউনিয়ন ঘিওর বাজার, স্কুল, ঘিওর সরকারি কলেজ, খাদ্যগুদাম ও বেসরকারী প্রতিষ্ঠানসহ গুরুত্ব পূর্ণ রাস্তাটি হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। এদিকে নদীটিতে জেগে ওঠা চরের ২৫ মিটার লম্বা একটি নালা তৈরী করে নদীটি সরল করার মাধ্যমে উভয় পাশের ভাঙ্গন রোধ করা সম্ভব বলে তারা বলেন। মানব বন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.