নিজস্ব প্রতিবেদক: আজ বাশঁখালী ঋষিধাম আশ্রম,আসন্ন কুম্ভমেলা উপলক্ষে নব নির্বাচিত কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নব নির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি দানবীর সনাতন রত্ন শ্রী সুকুমার চৌধুরী ও সাধারন সম্পাদক অনুপ বরন দাশ।
বাঁশখালী ঋষিধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ কে ফুল দিয়ে বরণ করেন নবনির্বাচিত শ্রী সভাপতি সনাতন রত্ন সুকুমার চৌধুরী ও সাধারন সম্পাদক অনুপ বরন দাশ।
ইতিহাস৭১.টিভি ও মাসিক ম্যগাজিন ইতিহাস৭১ এর উপদেষ্টা, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাশঁখালী ঋষিধাম আশ্রম আসন্ন কুম্ভমেলার নবনির্বাচিত সভাপতি সনাতন রত্ন সুকুমারচৌধুরী বলেন, নিশিধাম এর ভক্তবৃন্দ ও বাঁশখালীবাসীর সর্বসম্মতিক্রমে এবং গুরুদেবের সম্মতিতে যোগ্য ব্যক্তি হিসেবে তাদের নির্বাচিত করেন। সম্প্রতি সপ্ত ঋষি নির্দেশনা মতে অতি দ্রুত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করবো সকলে মিলে। অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জানালেন।
স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ বলেন, ঐতিহাসিক কুম্ভমেলা জাকজমকপূর্ণ ভাবে, বাংলাদেশের ভক্তদের এবং রাষ্ট্রীয় অতিথি বৃন্দদের নিয়ে সুন্দর অনুষ্ঠান উদযাপন করবো সকলে সার্বিক সহযোগীতায় ।
এতে আরো বক্তব্য রাখেন আজিম গ্রুপের নির্বাহী পরিচালক বরন দাশ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহ জনসংযোগ সম্পাদক ইতিহাস৭১ এর উপদেষ্টা লায়ন সন্তোষ কুমার নন্দী ।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য সমিরন মল্লিক বিশিষ্ট সমাজসেবক তরিৎ গুহ, বরণ দাস, রাখাল গুহ, দীপঙ্কর চক্রবর্তী, দিলীপ কুমার দাস, দিলীপ ভট্টাচার্য, মিন্টু চৌধুরী, কানন ঘোষ, সজল কান্তি ধর প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.