শুক্রবার-১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ-৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে শেখ জামাল ক্লাব কক্সবাজার জয়ী

রতন বৈষ্ণব ত্রিপুরা: রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে হাজারও দর্শকের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা’র সহযোগিতায় এই খেলার আয়োজন করা হয়।
২৭ অক্টোবর (বৃহ:বার) বিকালে ঐতিহাসিক রাসউবি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার মোট ১২টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। এর মধ্যে শেখ জামাল ক্লাব, কক্সবাজার ও রামগড় ফুটবল একাডেমীকে ২-১ গোলে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

খেলায় উপজেলা নির্বাহী অফিসার জনাব খোন্দকার মো, ইখতিয়ার উদ্দীন আরাফাত এর সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রার্নারআপ বিজয়ীদের মাঝে ক্রেস্ট সহ কাপ পুরস্কার প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি থেকে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও কক্সবাজার ফুটবল এসোশিয়েসনের সভাপতি ফজলুর করিম সাইদী, সহকারী কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস, পৌর মেয়র মো, রফিকুল আলম কামাল, ওসি মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, ওসি(তদন্ত) রাজিব চন্দ্র কর, জনপ্রতিনিধি,গন্যমান্যব্যাক্তিবর্গ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতাপ চন্দ্র বিশ্বাস রামগড়ের শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান এবং উপজেলা ক্রীড়া সংস্থার জন্য এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন। এসময় খেলা পরিচালনায় প্রধান রেফারির দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিঠু বড়ুয়া। ধারাভাষ্যে ছিলেন ফারুক চৌধুরী, মো, হানিফ, গোলাপ ত্রিপুরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype