অনলাইন ডেস্ক : ‘দ্য ইমমর্টাল অশ্বাথামা’ নামে একটি ছবিতে ভিকি কৌশল আর সারা আলী খান জুটি হয়ে কাজ করার কথা ছিলো। প্রায় দুই বছর আগে ছবিটি কাজ শুরুরও ঘোষণা আসে। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। এবার জানা গেলো, নির্মিত হতে যাচ্ছে ছবিটি। তবে বাদ দেওয়া হয়েছে সারা আলী খানকে।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির কাজ দীর্ঘ দিন থেমে থাকার পর ফের কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা। চিত্রনাট্যে অনেক পরিবর্তন আনা হয়েছে। আগের চিত্রনাট্য অনুযায়ী একজন ইয়ং গার্ল প্রয়োজন ছিল। এজন্য সারা আলী খানকে চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু চরিত্রে পরিবর্তন হওয়ার কারণে এখন আর সারা আলী খান থাকছেন না। চরিত্র অনুযায়ী এখন ভিকির বিপরীতে সারার চেয়ে একটু বেশি বয়সী নায়িকা প্রয়োজন।
সারা আলী খানের পরিবর্তে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। তবে সামান্থা রুথ প্রভুকে নেওয়ার আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। প্রি-প্রোডাকশনের জন্য নির্মাতারা ৮-১০ মাস ব্যয় করবেন বলে শোনা যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.