অনলাইন ডেস্ক : বৃষ্টিবিঘ্নিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮০ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে। ৯ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ৭৯ রান তুলে জিম্বাবুয়ে।
সোমবার হোবার্টের বেলেরিভ ওভালে বৃষ্টির হানায় ৯ ওভারে জিম্বাবুয়ে তুলেছে ৫ উইকেটে ৭৯ রান। অর্থাৎ জিততে হলে ৮০ করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
বৃষ্টির কারণে ভেজা পিচের সুবিধা কাজে লাগিয়ে জিম্বাবুয়ের টপঅর্ডারকে নাকাল করে ছাড়েন রাবাদা-পারনেলরা। ১৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। সাজঘরে ফেরেন অধিনায়ক আরভিন (২), রেগিস চাকাভা (৮), শন উইলিয়ামস (১), সিকান্দার রাজা (০)।
তবে ওয়েসলে মাদভেরে এরপর দুর্দান্ত ব্যাটিং করে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছেন দলকে। ১৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন তিনি। মিলটন শাম্বা করেন ১৯ বলে ১৯।
দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিদি ২০ রানে নিয়েছেন ২টি উইকেট।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.