আল মামুন মানিকগঞ্জ: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সূবর্ন জয়ন্ত্রী উদযাপন উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকালে ঘিওর উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ঘিওর উপজেলা পাবলিক লাইব্রেরী থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে ঘিওর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘিওর মহিলা কলেজ হলরুমে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি।
এসময় ঘিওর উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আসলাম খান বাবু। এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সদস্য মোঃ আবুল হাশেম, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি নাজিবুল হক খান অনন্ত, উপজেলা জাসদের সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অলিদ খান, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান খান, সদস্য হারুনুর রশিদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.