জুবাইর চট্টগ্রাম।
চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ)’র সাবেক কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অসুস্থ শেখ মানিককে দেখতে গেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি চট্টগাম-৮ আসন সাংসদ মোসলেম উদ্দিন আহমদ ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ ২০ সেপ্টেম্বর রবিবার সকালে অসুস্থ এই নেতাকে দেখতে বন্দর হাসপাতালে ছুটে যান তারা। এসময় তারা অসুস্থ নেতার সাথে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের কাছ থেকে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
আ জ ম নাছির উদ্দীন এবং মোসলেম উদ্দিন আহমদ অসুস্থ শেখ মানিকের দ্রুত রোগমুক্তি কামনা করেন। এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সদস্য বেলাল আহমদস বন্দর সিবিএ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.