যশোর প্রতিনিধি সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্য মোঃ শাহীন ঝিকরগাছা থানায় এএসআই হিসেবে কর্মরত রয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার ভোরে হাড়িয়া দেয়াড়া মোড়ে । বিষয়টি নিশ্চিত করেছে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত।
পুলিশ জানায়, রাতে শাহীন পুলিশ ভ্যানে সারারাত ডিউটি করে ভোরে থানায় ফিরছিলেন। মোহাম্মদ পুর মোড় থেকে পাঁচটা ২৫ মিনিটে হাড়িয়া দেয়াড়া বাজার পৌছালে পুলিশের ভ্যানটি আকস্মিকভাবে একটি গাছের সাথে ধাক্কা দেয়। এ সময় এএসআই শাহীন আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি সুমন ভক্ত জানান, শাহীনের সিটিস্ক্যানসহ সব ধরনের পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সামান্য আঘাত পেয়েছেন। শাহীন সুস্থ আছেন বলে জানান ওসি সুমন ভক্ত।
এদিকে, পুলিশের অপর একটি সূত্র জানায়, ওই ভ্যানের পাবলিক চালক ঘুমিয়ে পড়ার কারনে এ দূর্ঘটনা ঘটেছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.