যশোর প্রতিনিধি যশোরে সড়ক দুর্ঘটনায় মিলন (৪০) নামে এক চায়ের দোকানদার নিহত হয়েছেন। রোববার (৮ অক্টোবর) মধ্যরাতে শহরের পালবাড়ি মোড়ে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন শহরের কাজীপাড়া এলাকার আকরাম শেখের পুত্র।
নিহতের পরিবার জানায়, শনিবার রাতে মিলন শহরের আরবপুরের দিঘির পাড়ে তার নিজস্ব চায়ের দোকান বন্ধ করে বাইসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে যশোর পালবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় মিলন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ জানায় স্থানীয়দের মাধ্যমে খবর শুনে ততক্ষনিক আমরা ছুটে যাই, ততক্ষণে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.