প্রিয় প্রাঙ্গণে এসো মিলি প্রাণের বন্ধনে পটিয়ার পটিয়ার ঐতিহ্যবাহী কাশিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রথম পুনর্মিলনী ৮ ই অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ শনিবার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি।
এই পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাশীয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিমোহন নাথ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান চট্টগ্রাম জেলা পরিষদের দেবব্রত দাস দেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতিকুল মামুন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাক্তার তিমিরবরণ চৌধুরী ৮নং ইউনিয়ন পরিষদের স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আবুল কাশেম ৮ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ হাসান।
সকাল ৯ টায় অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানের প্রথমে ছিল পরিচয় পত্র পুনর্মিলনী টি-শার্ট সংগ্রহ আসন গ্রহণ এর পরপরই পবিত্র ধর্মগ্রন্থ পাঠ।
পতাকা ও বেলুন উত্তরের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা এরপর এক আনন্দ রেলি বিভিন্ন আবার বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা সভা শিক্ষকদের সম্মাননা প্রদান। সব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.