অনলাইন ডেস্ক : বেশ কয়েকদিন শাকিব-বুবলী ইস্যুতে সরগরম চলচ্চিত্রপাড়া। গত ৩০ সেপ্টেম্বর ছবি শেয়ার করে জানিয়েছেন তাদের সন্তান শেহজাদ খান বীরের কথা। এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অপু-শাকিবের প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের ছবি ফেসবুকে দিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেন শবনম বুবলী।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে হালের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের তারিখ জানালেন। একই সঙ্গে ছেলে শেহজাদ খান বীরের জন্মগ্রহণের তারিখও জানান।
আজ বিকাল সাড়ে ৫টায় বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তিনটি স্থিরচিত্র পোস্ট করে লিখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্বরণীয় দুটো তারিখ ।
২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.