আল মামুন মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
রবিবার সন্ধ্যা সাতটায় তিনি ঐতিহ্যবাহী বানিয়াজুরী মালাকার বাড়ি দুর্গোৎসবের মন্টপ পরিদর্শন করেন। এরপর তিনি উপজেলার ঘিওর সদর, বালিয়াখোড়া ইউনিয়নের বিভিন্ন দূর্গা মন্টপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
তার সাথে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) ইমতিয়াজ মাহমুদ, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, ঘিওর থানার ওসি মো: আমিনুর রহমান, এস আই মোঃ মনিরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ মিত্র, সাধারণ সম্পাদক সুব্রত কুমার শীল গোবিন্দ প্রমুখ।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এসময় সনাতন ধর্মাবলম্বী লোকদের সাথে শারদীয় দুর্গোৎসব সম্পর্কে মতবিনিময় করেন এবং ধর্মীয় এই উৎসবের জন্য আইন শৃঙ্খলা নিরাপত্তায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.