ইতিহাস৭১ আন্তজার্তিক ডেস্ক: প্রথমবারের মতো মোটো জিপি রেস আয়োজন করতে যাচ্ছে ভারত। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে মোটরবাইকের এই প্রতিযোগিতা।
মোটো জিপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেস, যা পরিচিত হবে গ্রাঁ-প্রি অফ ভারত বা ভারতীয় গ্রাঁ-প্রি হিসেবে। অন্য কোথাও নয়, বরং গ্রেটার নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটেই আয়োজিত হবে এই মোটর রেস, যেখানে হ্যামিল্টনদের ফর্মুলা ওয়ানের রেস দেখেছে ক্রীড়াবিশ্ব।
মোটো জিপির বাণিজ্যিক স্বত্বাধিকারী ডরনা স্পোর্টস ও নয়ডার রেস প্রোমোটার ফেয়ারস্ট্রিট স্পোর্টসের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী পরবর্তী ৭ বছর ভারতে অনুষ্ঠিত হবে মোটর রেসিংয়ের এই ফ্ল্যাগশিপ ইভেন্ট। অন্তত ১৯টি দেশের বাইক রাইডাররা গতির ঝড় তুলবেন বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে।
উল্লেখ্য, ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তিন বছর বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত হয় ফর্মুলা ওয়ান রেস। যদিও একাধিক বাধায় পরবর্তী সময়ে আর গ্রেটার নয়ডায় অনুষ্ঠিত হয়নি এফ-ওয়ান। এবার সেখানে দেখা যাবে বাইক রেস।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.