ইতিহাস৭১ আন্তজার্তিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সেনাবাহিনীর ব্যর্থতায় এখন প্রতিশোধ নিতে চাচ্ছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার পর জেলেনস্কি এই মন্তব্য করলেন।
শুক্রবার রুশ দখলকৃত এই অঞ্চলে বেসামরিক একটি গাড়িবহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, শত্রুরা আমাদের অবিচলতায় ভীত হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। মনুষ্যতের সকল কিছু হারিয়ে পুতিন এখন কুৎসিতভাবে শান্তিপূর্ণ ইউক্রেনীয়দের নির্মূল করার চেষ্টা করছে। পুতিনকে রক্তপিপাসু আখ্যা দিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতিটি মৃত্যুর জন্য পুতিনকে অবশ্যই জবাব দিতে হবে।
অবশ্যই রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণের ঘটনা অস্বীকার করেছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.