প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২২, ৬:০৭ পূর্বাহ্ণ
আসন্ন প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ; পুলিশ লাইন্সস্থ সিএমপির সম্মেলন কক্ষে আসন্ন প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ২৮-০৯-২০২২ ইং দামপাড়া নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম ( বার)।
সভায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবারণা পূর্ণিমা উদযাপনের লক্ষ্যে সরকারি বেসরকারি অন্যান্য দায়িত্বশীল সংস্থার সমন্বয়ে প্রয়োজনীয় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও পুলিশ কমিশনার সুশৃঙ্খলভাবে প্রবারণা পূর্ণিমা উদযাপনের লক্ষ্যে দায়িত্বশীল ইউনিটসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারিশ সহ পুলিশের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ র্যাব, এনএসআই, ডিজিএফআই, ফায়ার সার্ভিস সহ সরকারি অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.