রঞ্জন বড়ুয়া রকেট
কাপ্তাই সড়কের উপজেলার রোয়াজারহাট, মরিয়মনগর, লিচুবাগানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে ১৪ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলামসহ থানার পুলিশ সদস্যবৃন্দ এসময় যানজত রুখতে সড়ক দখলমুক্ত রাখা, যত্রতত্র গাড়ি পার্কিং রোধ, সড়কের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন বিষয়ে প্রচারণা চালানো হয় এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ী ও পরিবহন সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়। অভিযানকালে সড়কে অবৈধ গাড়ি পার্কিং, সড়কের উপর গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করানো, সড়কের পাশের ফুটপাত দখল ও আশেপাশের দোকানের বর্জ্য ফেলে সড়কের ফুটপাত অপরিষ্কার রাখার বিষয়ে সতর্ক করা হয়। পরবর্তীতে এসব বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এএসপি আনোয়ার হোসেন শামীম।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.