অনলাইন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জির সঙ্গে দেখা যাবে বাংলাদেশের সঙ্গীতশিল্পী সিঁথি সাহাকে। পূজা উপলক্ষে একটি গানে মডেলিং করেছেন তারা। গানের শিরোনাম ‘বলো দুর্গা মা’। গানে সিঁথির সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের নন্দিত শিল্পী ঊষা উত্থুপ ও ঈশান। গানের ভিডিওতে উষা উত্থুপকেও দেখা যাবে।
রাজীব দত্তের কথায় ‘বলো দুর্গা মা’ গানটির সুর করেছেন তুবাই রায়। গানের ভিডিও পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। আগামী পূজায় মুক্তি পাবে এটি।
কলকাতায় গানের দৃশ্যধারণের কাজ হয়েছে। সিঁথি সাহা বলেন, ‘শুটিংয়ের সময়ে খুব নার্ভাস ছিলাম। দিদির (ঊষা) সঙ্গে গাওয়া, ভিডিওতে তার পাশে দাঁড়ানো। অন্যদিকে আবিরদার ভক্ত আমি। তার মতো তুখোড় অভিনেতার সঙ্গে অভিনয় করা সত্যি কঠিন ছিল বুঝতে পেরে আবিরদা আমাকে ইজি করলেন। বোঝালেন, এটা অভিনয়- সত্যি নয়’।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.