অনলাইন ডেস্ক : ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের দ্বিতীয় স্ত্রী ক্যামিলা। প্রিন্সেস ডায়ানার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর ক্যামিলাকে বিয়ে করেন রানি দ্বিতীয় এলিজাবেথের বড় সন্তান চার্লস। সেই চার্লস এখন রাজা। ক্যামিলার উপাধি কুইন কনসর্ট।
শাশুড়ির মৃত্যুতে শোক প্রকাশ করে ৭৫ বছরের ক্যামিলা বলেছেন, ‘তার (রানি দ্বিতীয় এলিজাবেথ) নীল চোখগুলো ছিল চমৎকার। যখন তিনি হাসতেন পুরো মুখ উজ্জ্বল হয়ে উঠতো। আমি সবসময় তার হাসিমুখটা মনে রাখবো। সেই হাসি কখনই ভোলা যাবে না’।
ক্যামিলা আরও বলেন, ‘একাকী নারী শাসক হিসেবে তার দায়িত্ব পালনটা নিশ্চয় কঠিন ছিল। আশেপাশে নারী প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও তেমন ছিল না। তিনি নিজেই নিজের দায়িত্ব ঠিক করে নিয়েছিলেন’।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল রাজপ্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। আগামীকাল তার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.