অনলাইন ডেস্ক : সংগীতশিল্পী, মডেল ও অভিনেত্রী আননূর খান নোলক বিয়ে করেছেন। তার বর চট্টগ্রামের ব্যবসায়ী ওহি জামান। গত শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে পরিবারের সকলের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। আননূর খান নোলক বলেন, ‘পরিচয়, প্রেম এবং এরপর পরিবারের সিদ্ধান্তে আমাদের বিয়ে। আমাদের জন্য সকলে দোয়া করবেন’।
এদিকে, সজিব দাসের সংগীতায়োজনে খুব শিগগিরই নতুন গান নিয়ে হাজির হবেন আননূর খান নোলক। গানটি বর ওহির জন্য করেছেন বলে জানালেন আননূর খান নোলক।
উল্লেখ্য, ২০১৬ সালে সেরা নাচিয়ে সিজনে ছিলেন আননূর খান নোলক। এরপর ক্যানভাসসহ বেশকিছু ম্যাগাজিনে মডেল হিসেবে কাজ করেন। তবে মূল পরিচয় তিনি একজন সংগীতশিল্পী।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.