অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তারপরেই থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে অস্ট্রেলিয়ার পরবর্তী ওয়ানডে অধিনায়ক নিয়ে। নাম এসেছে দলের সিনিয়র দুই ক্রিকেটার স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারের। অধিনায়ক হওয়ার আগ্রহ নেই বলে জানিয়ে দিয়েছেন স্মিথ। তবে অজিদের অধিনায়ক হতে চান ডেভিড ওয়ার্নার।
‘অধিনায়কত্ব’কে এখনো অগ্রাধিকার দিচ্ছেন জানিয়ে ওয়ার্নার আরও বলেন বল টেম্পারিং ঘটনায় নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সাথে আলোচনায় বসতে রাজি তিনি।
তিনি জানান, অধিনায়ক হবার প্রস্তাব পেলে ‘না’ করার কোন সুযোগ নেই। বল বিকৃতির কারণে আজীবন অধিনায়কত্ব থেকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে বোর্ডের সাথে যেকোন আলোচনা করতে প্রস্তুত।
উল্লেখ্য, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্টে বল বিকৃতির সাথে জড়িত থাকার কারণে এক বছরের জন্য খেলায় ও আজীবনের জন্য অধিনায়কত্বের নিষেধাজ্ঞা পান টেস্ট দলের সাবেক সহ-অধিনায়ক ৩৫ বছর বয়সী ওয়ার্নার।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.