অনলাইন ডেস্ক : গেল ১১ সেপ্টেম্বর ছিল ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতির জন্মদিন। আর এই দিনেই নতুন সিনেমার খবর দিলেন অভিনেত্রী। জানা গেছে, পরিচালক সাইফুল ইসলাম মান্নুর সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি।
এ নিয়ে জ্যোতি বলেন, সাইফুল ইসলাম মান্নুর একটা সিনেমায় কাজ করতে যাচ্ছি। জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য এটা আমার উপহার। অসাধারণ গল্প ও চিত্রনাট্যের এ চলচ্চিত্রটি আমার জন্মদিনের উপহার হয়ে আসায় আমি সত্যিই খুশি।
তবে সিনেমার নাম বা গল্পের বিষয়ে কোনো আভাস দেননি অভিনেত্রী। তিনি বলেন, আপাতত চলচ্চিত্রটির নাম বলা বারণ, সব ঠিকঠাক থাকলে এটি হবে আমার ১২তম চলচ্চিত্র। আমার বাকিসব চলচ্চিত্রের মতো এটিও আপনাদের পছন্দ ও প্রশংসা পাবে বলে আমার বিশ্বাস।
উল্লেখ্য, জ্যোতিকা জ্যোতির সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি 'লাল মোরগের ঝুঁটি'। এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। তার হাতে রয়েছে 'অন্ত্যেষ্টিক্রিয়া' নামে আরো একটি চলচ্চিত্র।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.