রতন বড়ুয়া : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চান্দগাঁও থানা শাখা, চট্টগ্রাম মহানগর বার্ষিক সাধারণ সভা ও গুনীজন সম্মানন প্রদান অনুষ্ঠান গত শুক্রবার বাহির সিগন্যাল চন্ডিমন্দীর প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । এতে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র প্রতিমন্ত্রী মর্যাদা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী সুকুমার চৌধুরী । চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিউটন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত কাউন্সিলর কাজী নুরুল ইসলাম মামুন ও এসরারুল হক এসরাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল , উপদেষ্টা অধ্যাপক দিলীপ চৌধুরী, সঞ্জীব নাথ, সঞ্জয় চৌধুরী সহ মহানগর পূজা উদযাপন পরিষদ এবং চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের ২য় অধিবেশন নিউটন মজুমদারের সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চান্দগাঁও থানা শাখা, চট্টগ্রাম মহানগর সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার-সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন । সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী সুকুমার চৌধুরী । মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল সহ মহানগর পূজা উদযাপন পরিষদ ও চান্দগাঁও পূজা পরিষদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বোধন নামে একটি স্মারক গ্রন্থ এর মোড়ক উম্মোচন করা হয় । সব শেষে সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.