ইতিহাস৭১ ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গুড়া মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে তিনটি সেইল ফিস। এ মাছগুলোর ওজন হয়েছিল পাঁচ মণ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছগুলো নিয়ে আসা হয়। তবে স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় মৃধা ফিসের মৎস্য ব্যবসায়ী জাহিদ মাছ তিনটি ২০ হাজার টাকায় কিনে নেন।
বাঁশখালির আল্লাহর দয়া ট্রলারের গুড়া মাঝি জানান, গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরের ৬ বাম এলাকায় মাছ তিনটি জালে ধরা পড়ে। মাছগুলো বড় হওয়ায় তাদের ট্রলারে তুলতে অনেকটা বেগ পেতে হয়েছিল। পরে সেগুলো উঠিয়ে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হয়।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সেইল ফিস মূলত দ্রুতগতির মাছ। এ জাতের মাছ গভীর সাগরে বিচরণ করে।
আন্তর্জাতিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ, ইউএসএআইডি ইকোফিশ-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এসব মাছ গভীর সাগরে বিচরন করে ও দ্রুতগামী। ইংরেজী নাম সেইল ফিস। আর বৈজ্ঞানিক নাম হলো ইষ্টিওফোরাস প্লাটিপটেরাস। এ মাছের পাখনা থাকায় জেলে ও স্থানীয়দের কাছে পাখি মাছ বা গোল পাতা মাছ হিসেবে পরিচত। মাছগুলো দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.