উৎপল বড়ুয়া, সিলেট প্রতিনিধি
গত ১১ সেপ্টেম্বর-২০২০ , শুক্রবার, বিকাল ঘটিকায়, সিলেট বৌদ্ধ বিহারের উপাসক-উপাসিকা বৃন্ আয়োজনে, সার্বিক সহয়োগিতায়ঃ সিলেট বৌদ্ধ সমিতির, সার্বিক সহয়োগিতায় ত্রৈমাসিক বর্ষাব্রত উদযাপন উপলক্ষে বর্ষাসাটিকা দান ও সম্প্রতি সময়ে প্রয়াত পরম পূজ্য বাঙ্গালী বৌদ্ধ সংঘ মনীষাদের স্মরণে বৈকালিক সংঘদান ও ধর্মদেশনা সিলেট বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ থেরো মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থাইল্যান্ড মহাচুল্লা ইউনিভার্সিটিতে পি এইচ ডি গবেষণারত ভদন্ত তিরসাতু থের। প্রধান ধর্মদেশক ছিলেন বুদ্ধগয়া বাংলাদেশ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত সুমনানন্দ থের। উপস্থিতি ছিলেন সিলেট বৌদ্ধ বিহারে ভদন্ত আনন্দ ভিক্ষু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ধর্মরাজিক মহাবিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত ধর্মারত্ন ভিক্ষু, ভদন্ত প্রিয়রত্ন ভিক্ষু। উপাসক-উপাসিকার পক্ষে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা তপন কান্তি বড়ুয়া মান্না পঞ্চশীল প্রার্থনা করেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুন বিকাশ চাকমা। আরো উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ সমিতি’র কর্মকর্তা বৃন্দ, সিলেট বৌদ্ধ বিহারের উপাসক - উপাসিকাবৃন্দ । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.