অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে আগামী ৭ অক্টোবর বসবে ‘মিস সুপারমডেল ওয়ার্ল্ডওয়াইড ২০২২’। এই আসরের বিচারক মনোনীত হয়েছেন বাংলাদেশের জাহারা মিতু। এ খবর জানালেন তিনি নিজেই। আগামী ১৭ অক্টোবর প্রতিযোগিতার সমাপনী দিনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হবে।
এর আগে, বাংলাদেশে মিসেস ইউনিভার্সের বিচারক হয়েছিলেন মিতু, এবারই প্রথম আন্তর্জাতিক আয়োজনে বিচারকার্য পরিচালনা করবেন তিনি। জাহারা মিতু বলেন, ‘পুরো বিশ্বের ৪০ জন সুন্দরীর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা সুন্দরীকে। মূল আসর ছাড়াও পুরো প্রতিযোগিতার মোট আটটি ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করতে হবে আমাকে, পাশাপাশি মেন্টর হিসেবে প্রতিযোগীদের ক্লাস পরিচালনা করাব। আমার সঙ্গে বলিউডসহ আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন তারকা থাকবেন। তবে তাঁদের নাম এখনো জানতে পারিনি। ২০০৪ সাল থেকে প্রতিযোগিতাটি ভারতের নামি ব্যবসাপ্রতিষ্ঠান রুবারু গ্রুপ আয়োজন করে থাকে। ’
আগেও একবার এই আসরে বিচারক হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন জাহারা মিতু, ব্যক্তিগত কারণে সেবার অংশ নিতে পারেননি। মিতু বলেন, ‘২০১৮ সালেও আমাকে তারা বিচারক হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। আমার আব্বু অসুস্থ থাকায় তখন যেতে পারিনি। তবে এবার সব কিছু চূড়ান্ত।’
এর আগে, ২০১৭ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মিতু, প্রতিযোগিতা দুটি হলো ‘মিস সুপারমডেল বাংলাদেশ’ ও ‘মিস কসমোপলিটন বাংলাদেশ’। একই বছর ‘মিস বাংলাদেশ’ হিসেবেও প্রতিনিধিত্ব করেছিলেন। সেখানে অবশ্য বিজয়ী হতে পারেননি। মিতু বলেন, ‘প্রতিযোগিতা শুরুর পাঁচ দিন পর অংশ নেওয়ায় সেবার কোনো অবস্থান হয়নি আমার। তবে আয়োজকরা পরের বছরই আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার প্রাপ্তি সম্ভবত বিজয়ীদের থেকেও বেশি ছিল।’
সুন্দরী প্রতিযোগিতা থেকে বেরিয়েই অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন মিতু। তার হাতে আছে হাফ ডজনেরও বেশি ছবি- ‘আগুন’, ‘কমান্ডো’, ‘কুস্তিগীর’, ‘শত্রু’, ‘জয় বাংলা’, ‘যন্ত্রণা’ ও ‘দ্য ডল-ডেথ অব লিভিং লিজেন্ড’। ছবিগুলোতে মিতুর নায়ক শাকিব খান, বাপ্পী চৌধুরী, জিয়াউল রোশান ও ভারতের দেব। এ বছরই তার প্রথম ছবি হিসেবে মুক্তির অপেক্ষায় আছে ‘জয় বাংলা’।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.