রামগড়(খাগড়াছড়ি)উপজেলা সংবাদদাতাঃ খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় মঙ্গলবার(৬ সেপ্টেম্বব) দুপুরে ৪টি করাত কলে (লাইসেন্স) বিধিমালার ২০১২ এর দন্ড ১২ বিধি মোতাবেক লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে ৪টি করাত কলে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত।
এ সময় উপস্থিত ছিলেন রামগড় বনবিভাগের রামগড় রেঞ্জ কর্মকর্তা সুলতানুর আজিম ও রামগড় থানার পুলিশ প্রতিনিধি দল। ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাত এ প্রতিনিধিকে বলেন, ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। উল্লেখ্য যে রামগড় উপজেলায় ২৩ টি করাত কল রয়েছে। যার অধিকাংশ লাইসেন্স থাকলেও নবায়নসহ লাইসেন্সের শর্ত
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.