ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি রাঙ্গামাটিয়া পৌরসভার জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরে বাংলাদেশগীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি উপজেলা সংসদের অভিষেক
সম্পন্ন হয়েছে।
২ সেপ্টেম্বর ( শুক্রবার ) অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্রীমৎ নারায়ণ দাস গোস্বামী। বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি সুমন
কুমার বণিকের সভাপতিত্বে উজ্জ্বল শীল ও পার্থ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ, তপন কান্তি দাশ, উত্তম কুমার
শর্ম্মা, বাবুল বণিক, অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী, প্রবীর কুমার ভট্টাচার্য্য, পুলক খাস্তগীর, শম্ভু দাশ, দেশপ্রিয় চৌধুরী (বিনয়)। প্রধান বক্তা ছিলেন সুদর্শন
চক্রবর্তী। ভাগবতীয় বক্তা ছিলেন সিদ্ধরসিক দাস ব্রহ্মচারী, উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, পলাশ কান্তি নাথ (রণী)। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রূপক দে।
এতে উপস্থিত ছিলেন ডা. সুব্রত কুমার চৌধুরী, নির্ম্মল কান্তি দেব, উত্তম কুমার মহাজন,বিজয় কৃষ্ণ বৈষ্ণব, তরুণ কিশোর দেব, রতন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বাবুল
দে, শিবু দাশ, প্রিয়াশীষ চক্রবর্তী অর্পন, রণজিত পাল, রণজিত চৌধুরী, অধ্যাপক দয়াল রায়, লিংকন চক্রবর্তী, কাজল শীল, লায়ন বরুণ কুমার আচার্য্য বলাই, রণজিত শীল, রতন দাশ, বিশ্বজিৎ রাহা, স্বপন কুমার ধর, কাজল পাল, স্বপন কুমার দত্ত, সুমন নাথ, বাসু চৌধুরী, হিল্লোল দাশ রানা, আদিত্য সৈকত।
অনুষ্ঠানে ছিল মঙ্গলদীপ প্রজ্বালন, ভাগবতীয় কুইজ প্রতিযোগিতা, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা, জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন,বৈদিক ধূম্রজাল প্রদর্শনী, ধর্ম সম্মিলন, রাজভোগ নিবেদন, শপথবাক্য পাঠ ও অভিষেক, মহাপ্রসাদ বিতরণ, স্মারকগ্রন্থ ‘বেদত্রয়ী’র মোড়ক উন্মোচন,গুণীজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, গীতা প্রশিক্ষক ও পৌরসভা ও ইউনিয়ন সংসদকে সম্মাননা প্রদান, ভক্তিসংগীতাঞ্জলি।
সংবর্ধেয় অতিথি ছিলেন ড. শ্রীবাস চন্দ্র ভট্টাচার্য্য, সাংবাদিক শ্যামল নন্দী, দেবব্রত চক্রবর্তী, রাতুল শীল, জুয়েল চক্রবর্তী, রাসকিন চৌধুরী, সুজন চক্রবর্তী, আদিত্য রুপু (শ্রীকান্ত), পুষ্পা রায়, জিপসী দাশ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.