অনলাইন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের নাম ভাঙিয়ে গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে।বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে ফেসবুকে র্যাবের অফিসিয়াল পেজে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
র্যাব বলছে, এসব তথ্য সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। জনসাধারণকে এসব গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি যারা আইনশৃঙ্খলা বাহিনী ও র্যাবের নামে গুজব ছড়ানোর অপচেষ্টা করছে তাদেরও সতর্ক করা হচ্ছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব জানায় ছড়িয়ে পড়া গুজবটি হলো ‘আগামীকাল থেকে নতুন যোগাযোগ নিয়ম চালু হতে যাচ্ছে, সমস্ত কল রেকর্ড করা হবে। সমস্ত ফোন কল রেকর্ডিং সংরক্ষণ করা হবে । হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করা হবে। টুইটার নিরীক্ষণ করা হবে। ফেসবুক পর্যবেক্ষণ করা হবে। সমস্ত সামাজিক মিডিয়া এবং ফোরাম পর্যবেক্ষণ করা হবে। যারা জানেন না তাদের জানিয়ে দিন। সকলের ডিভাইসগুলি মন্ত্রিসভা সিস্টেমে সংযুক্ত করা হবে
।’সতর্ক করে র্যাব বলছে, ওপরের ওই বক্তব্যটি সম্পূর্ণভাবে গুজব ও ভিত্তিহীন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.