প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২২, ২:২০ পূর্বাহ্ণ
ঘিওরে ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল মামুন , মানিকগঞ্জ : সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নারী নির্যাতন, ইভটিজিং ও সমাজের বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে ঘিওরে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ঘিওর উপজেলার ০২ সিংজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ০২ নং বিট পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করেন। সিংজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোহাম্মদ আসাদুর রহমান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ( শিবালয় সার্কেল ) নূরজাহান লাবনী ।
এসময় বক্তব্য রাখেন- ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল মতিন মুসা, সাধারণ সম্পাদক লিটন কুমার আইচ, সিংজুরী ইউনিয়ন বিট অফিসার এস,আই মোঃ বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন ঘটনা ও তথ্য পুলিশকে অবগত করার পাশাপাশি কোনো পুলিশ কর্মকর্তা আইন বহির্ভূত কোনো কাজে জড়িত হলে কিংবা অযথা কাউকে হয়রানী করলে সরাসরি পুলিশ সুপারকে জানানোর জন্য আহ্বান জানান ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.