
ঢাকা প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব ড. হাছান মাহমুদ এমপি গত ২২ আগস্ট ২০২২ মন্ত্রণালয়ের সভাকক্ষে সফেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওদৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান-এঁর জাতির পিতা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের আলোকে রচিত বিষয়ভিত্তিক,তথ্যবহুল, গবেষণামূলক ও ব্যক্তিক্রমী কাব্যপ্রয়াস ঐতিহাসিক ৭ই মার্চেরমহাকাব্য গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সফেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ পুলিশেরসাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম কিবরিয়া ভূঁইয়া। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএপি)মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া এবং কবি ও কথাশিল্পী বীরমুক্তিযোদ্ধা মো.মজিবুর রহমান মজনু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশসমাচারের সহযোগী সম্পাদক কবি মো. মহিবুর রহমান খান ও কবি ফারুকুলইসলাম এবং নির্বাহী সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর, সাব-এডিটর রানাচৌধুরী, প্রধান প্রতিবেদক মো. জাহিদুর রহমান, সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, প্রমিত উচ্চারণ ও শিল্পিত অভিব্যক্তিতে “ঐতিহাসিক ৭ই মার্চেরমহাকাব্য” গ্রন্থের রচয়িাতা ড. খান আসাদুজ্জামানের স্বরচিত আবৃতি পরিবেশন এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ারসাংবাদিকবৃন্দের সরব উপস্থিতি গোটা আয়োজনে প্রাণবন্ত ও এক অনন্য মুগ্ধতা এনে দেয়।