নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু প্রকৌশরী পরিষদ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ২০ আগস্ট ২০২২ শনিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবস পালন উপলক্ষে খতমে কোরাআন , মিলাদ ও দোয়া মাহফিল, সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
পরিষদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুনের সভাপতিত্বে ও প্রকৌশলী মোহাম্মদ শাহাজাহান ও প্রকৌশলী ইফতেখার আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাররে শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন , চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারন সম্পাদক প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী ।
এতে আরো বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, চুয়েটের উপাচার্য ও পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম , পরিষদের সহ সভাপতি এনামুল বাকি, প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রাজিব বড়ুয়া, অধ্যাপক ড. রশিদ আহমেদ চৌধুরী, প্রকৌশলী এম এ রশিদ, বঙ্গবন্ধু পরিষদ চুয়েট শাখার সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী জামাল উদ্দিন আহমেদ চৌধুরী , চট্টগ্রাম কেন্দ্রের যুগ্ম সাধারন সম্পাদক প্রকৌশলী অভিজিত কুমার দেব, চট্টগ্রাম কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাঈন উদ্দিন জুয়েল, চুয়েট ছাত্রলীগ প্রাক্তন এলামনাই এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম মিলন পরিষদের তথ্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী আশিকুল ইসলাম, সহতথ্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ সহ বিভিন্ন প্রিন্ট , অনলাইন মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.