প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২২, ৭:৩৮ পূর্বাহ্ণ
রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা ও আহলে বায়াতে রাসুল (স:)”র স্মরণে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা ও আহলে বায়াতে রাসুল (স:)”র স্মরণে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সংগঠনের বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।শুক্রবার(১৯আগস্ট) বাদে এশা আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল নবী মেম্বার।প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য আল্লামা কাজী হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকী,এডভোকেট জমির উদ্দিন আহম্মেদ,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা সমন্বয়কারী আনিসউল খান বাবর,সমন্বয়কারী মামুন মিয়া, সমন্বয়কারী নাজিম উদ্দিন কালু,রাউজান প্রেসক্লাবের সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালেক চৌধুরী,নুরুল আলম চৌধুরী,কাজী মোহাম্মদ আসলাম,মোহাম্মদ সাজ্জাদ হোসেন, খোরশেদুল আলম মানিক,সেলিম উদ্দিন,জাবেদ উদ্দিন,মাওলানা নেজাম উদ্দিন,স্বপন দাশ,আব্দুল মালেক,সাহাবুউদ্দিন প্রমুখ।প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আব্দুল নবী মেম্বারকে সভাপতি ও মাওলানা মহিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.