ইতিহাস৭১ ডেস্ক: রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার ধলেশ্বরী সেতু সংলগ্ন এলাকা থেকে নয় হাজার কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে পাগলা কোস্ট গার্ড স্টেশন। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুরের নেতৃত্বে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলাধীন ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা।
অভিযান চলাকালীন ধলেশ্বরী ব্রিজের উপর থেকে তিনটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৯,০০০ কেজি (২২৫ মণ) অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ০৮ লক্ষ টাকা। এ সময় বাসে জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এর উপস্থিতিতে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.