প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২০, ৪:১৬ অপরাহ্ণ
চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা বাতিল

ডেক্স রিপোর্ট
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে চলতি বছরের অষ্টম শ্রেণি জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট- জেডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে। একই কারণে ইতিপূর্বে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করা হয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে ২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে পরবর্তী ক্লাশের উর্ত্তীণ হওয়ার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি অবলম্বন করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন। এদিকে করোনা সংক্রমনের কারণে কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.